ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

নদী থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৫, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া নদী থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে নদীতে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করে।

নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম মো. মাছুম বিল্লাহ। তিনি ঢাকার সূত্রাপুর থানায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার রাতে ঢাকা-লালমোহনগামী এমভি গাজী সালাউদ্দিন লঞ্চযোগে ঢাকা ফিরছিলেন তিনি। পরে বাউফলে তার নিজ বাড়ি ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠিতে ফেরার সময় লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন বলেও জানান তিনি। 

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি